ডাকসু নির্বাচন নিয়ে কোনো বাধা নেই: ঢাবি ভিসি

উপাচার্যের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন
উপাচার্যের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন  © ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উনিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

উপাচার্য বলেন, আমরা এখন পর্যন্ত দুটি উকিল নোটিশ ও ২টি রিট মোকাবেলা করেছি। প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজ্ঞ আইনজীবী প্যানেল আইনি প্রক্রিয়া মোকাবিলা করেছে। আজ সকালে আদালত একটি আদেশ দিয়েছিলেন। এক প্রার্থী আরেক প্রার্থীর প্রার্থীতা বিষয়ে রিটটি করেছিলেন। তার জন্য আমাদের আইনজ্ঞ নিয়োজিত ছিলেন, উপস্থাপন করেছেন। আদালত ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনারের পরামর্শক্রমে, শিক্ষার্থীদের আগ্রহে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে চেম্বার জজ আদালতে ওই রায়ের বিরুদ্ধে আপির করেছিলাম এবং আদেশটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কয়েকজন অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে বাধা নেই। আগামীকালকে মামলার শুনানি আছে। যেহেতু মামলাটি বিচারধীন, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।


সর্বশেষ সংবাদ