কিছু প্রভাবশালী ব্যক্তি অচিরেই অপ্রয়োজনীয় নাম হয়ে যাবেন, অভিমত ঢাবি শিক্ষকের

৩০ আগস্ট ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:০৪ PM
ড. নীলিমা আকতার

ড. নীলিমা আকতার © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আকতার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে আরও কিছু প্রভাবশালী ব্যক্তি খুব শিগগিরই অপ্রয়োজনীয় নাম হয়ে যাবেন। আবার কেউ কেউ মিলিয়ন ফলোয়ার থাকার পরও অতি ক্ষুদ্র হয়ে যাবেন।

শনিবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তবে কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন, তা পরিস্কার করেননি।

স্ট্যাটাসে ড. নীলিমা লেখেন, “জীবন ও রাজনীতিতে সাময়িকভাবে প্রভাবশালী হওয়া যায়। ধরাকে সরা জ্ঞান করলে অনেকেই আপনাকে জ্ঞানী মনে করবেন। কারও মিলিয়ন ফলোয়ারও তৈরি হতে পারে। খুব প্রভাবশালী হলে মানুষ আপনাকে ভয়ও পেতে পারেন। কিন্তু বছরের পর বছর মানুষের সমর্থন পেতে হলে মানুষের কথা ভাবতে হয়, মানুষকে ধারণ করতে হয়।”

তিনি আরও লেখেন, “কাউকে কেনা বা কারও কাছে বিক্রি হয়ে রাজনীতি করলে শেষ পর্যন্ত নেতা খুব ছোট হয়ে যায়। খোন্দকার মোস্তাক আহমেদও এক সময় প্রভাবশালী ছিলেন, অথচ আজ তার নাম উচ্চারণ করে না কেউ—মাঝেমধ্যে ঘৃণার সঙ্গে ছাড়া।”

এর আগে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ও নেতৃত্বের সমালোচনার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ড. নীলিমাকে সব ধরনের অ্যাকাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এ ছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে একটি নিরপেক্ষ ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

বিশ্বকাপ ইস্যুতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পোশাকে ফ্যাসিবাদ আসলে পরিণতি ৫ আগস্টের মতো হবে: জামায়া…
  • ২২ জানুয়ারি ২০২৬
মওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা …
  • ২২ জানুয়ারি ২০২৬
দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সমালোচনায় বিসিবি সভাপতি বুলবুল
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতীকসহ ৩০০ আসনের প্রার্থী তালিকা দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬