শিক্ষকদের সম্মানহানির শঙ্কা, জাবির স্ট্রাকচারাল কমিটি থেকে পদত্যাগ অধ্যাপক ড. মোজাম্মেলের

২১ আগস্ট ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ AM
অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক

অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষকদের সংশ্লিষ্টতা তদন্তে গঠিত স্ট্রাকচারাল কমিটি থেকে পদত্যাগ করেছেন এক শিক্ষক। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন।

এর আগে, আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশি হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে চলতি বছরের ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তখন এই সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান অধ্যাপক ড. মোজাম্মেল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সব শিক্ষককে প্রতিবাদলিপি পাঠান।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকদের সঙ্গে প্রাথমিক তদন্তে আরও ১০ জন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্ট্রাকচারাল কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটির সদস্য ছিলেন অধ্যাপক ড. মোজাম্মেল।

স্ট্রাকচারাল কমিটি থেকে পদত্যাগ করে উপাচার্যকে দেওয়া চিঠিতে ড. মোজাম্মেল হক বলেছেন, গত বছরের ১৫ জুলাই উপাচার্যের বাসভবন ও এর আগে-পরে ক্যাম্পাসে সংগঠিত সহিংস ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের ভূমিকা খতিয়ে দেখতে গঠিত স্ট্রাকচারাল কমিটির আমি একজন সদস্য (ডিন হিসেবে)।

‘গত ১৭ আগস্ট কমিটির সামনে সাক্ষ্য দিতে আসা এক শিক্ষার্থী আমাদের উপস্থিতিতে আপনাকে (উপাচার্য) জানান যে, তিনি কমিটির উপস্থিত সদস্যদের সামনে সাক্ষ্য দিতে অনাগ্রহী। কারণ কমিটিতে এমন একজন সদস্য আছেন (আমাকে ইঙ্গিত করে) যিনি উল্লিখিত সহিংস ঘটনার নিমিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন গৃহীত পদক্ষেপ শিক্ষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষক সমিতির নেতাদের ইতোমধ্যে অনুরোধ করেছেন। উপস্থিত শিক্ষার্থীর এই মনোভাব প্রকাশের পর আপনি কমিটির কয়েকজন সদস্যকে (আমিসহ) পাশের কক্ষে পাঠিয়ে দিয়ে শিক্ষার্থীর সাক্ষ্য নেন।’

চিঠিতে অধ্যাপক ড. মোজাম্মেল হক আরও বলেন, ‘আপনার পক্ষ থেকে এই উদ্যোগে কমিটির একজন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের নির্বাচিত ডিন হিসেবে আমি যথেষ্ট বিব্রতবোধ করেছি। আপনার বিচারবোধে বিচলিত বোধ করেছি। এমন পরিস্থিতিতে সংবেদনশীল এই তদন্ত কমিটিতে আপনার সঙ্গে কাজ করতে আমি নিরাপদ বোধ করছি না। শিক্ষার্থীদের চাপের মুখে ভবিষ্যতেও আপনি শিক্ষকদের সম্মানহানি করবেন বলে আমি আশঙ্কা করি।’

তিনি এ-ও বলেছেন, ‘এ ধরনের অসম্মানজনক পরিস্থিতি এড়াতে আমি স্ট্রাকচারাল কমিটিতে কাজ চালিয়ে যেতে আগ্রহী নই। যে প্রক্রিয়া বা পদ্ধতি ও যে ধরনের দ্রুততার সঙ্গে শিক্ষক-সংশ্লিষ্ট বিষয়টির তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়া কঠিন বলে আমি মনে করি। কাজের পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে আপনি সন্তুষ্টি বিধানের রাস্তা গ্রহণ করছেন বলে ভাববার যথেষ্ট কারণ আমার রয়েছে।’

সাময়িক বরখাস্ত হওয়া এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যে অভিযোগে আমাদের অভিযুক্ত করা হয়েছে তা সম্পন্ন মনগড়া ও বানোয়াট। ১৫ জুলাই রাতে ভিসির বাসায় উপস্থিত থাকা মানেই সহিংসতার সাথে যুক্ত থাকা এমন একটা সাধারণ ধারণা থেকে শিক্ষকদের অভিযুক্ত করা ন্যায়সঙ্গত নয়। ধারণা দিয়ে বিচার কখনো ন্যায়বিচার হতে পারে না। শুধু রাজনৈতিক কারণেই কয়েকজন শিক্ষককে টার্গেট করে বিচারিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটা কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের মারামারির সাথে জড়িত থাকতে পারেন না। তখন সারাদেশব্যাপী যে অবস্থা বিরাজ করছিল, তাতে ছাত্রদের কাউকে কিছু বলে  নিয়ন্ত্রণ করাটা মনে হয় কারো পক্ষেই সম্ভব ছিল ন।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, সরে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানসহ ৬ বিষয় নিয়ে এনটিআরসিএর সভা শুরু
  • ২১ জানুয়ারি ২০২৬
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে…
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলনকে শুভেচ্ছা জানালে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9