সংবাদ সম্মেলনে অভিযোগ
ঢাবির ফজিলাতুন্নেছা হলে ছাত্রদলের মনোনয়ন প্রার্থীদের বাধা, মব উসকিয়ে নির্যাতনের চেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল চারটা পর্যন্ত। এই নির্বাচনে হল সংসদের মনোনয়ন নিতে গিয়ে ছাত্রদলের প্রার্থীরা বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদেরকে মব উসকিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠে একদল ছাত্রীর বিরুদ্ধে। পরে সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাবি শাখা ছাত্রদলের নেতারা বিষয়টি তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এ জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকেই অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা মনোনয়ন ফরম নিতে যায়। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু সাধারণ ছাত্রীর সঙ্গে ছাত্রদলের বোনরা বিকেল ৪টার আগে ফরম সংগ্রহ করতে যায়। ঠিক সেই সময়ে ওই হলের একদল উগ্র নারী শিক্ষার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা প্রদান করে। এসময় তারা মব উসকিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্তা করে ও শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে।
তিনি বলেন, এ ঘটনাটি আমাদের সঙ্গে সঙ্গে অবহিত করলে আমরা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা ও হলের প্রভোস্টকে অবহিত করি। কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। ফলে আমাদের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। এতে তারা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি।
শিপন বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা ঢাবি প্রশাসনকে বারবার অনুরোধ জানিয়েছি যে, একটা অবাধ ও নিরপেক্ষ ডাকসু নির্বাচন করতে ক্যাম্পাসে বিদ্যমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মব পরিস্থিতিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে তা সম্ভব হবে না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে আনন্দমুখর পরিবেশে আমরা যখন প্রথম দিকেই মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে বাধার সম্মুখীন হতে হল।
জরুরি এই সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এ নিন্দনীয় ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক সকল আইন ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।