ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল

বিশ্ববিদ্যালয়ে পর এবার হল কমিটিতেও ছাত্রলীগের নেতাকর্মী, ঠাঁই পেল ডজন দুয়েক

০৮ আগস্ট ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
ঢাবি ও ছাত্রদল লোগো

ঢাবি ও ছাত্রদল লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। ৫৯৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ডজন দুয়েক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে অনুপ্রবেশের অভিযোগের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬ নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছিল দলটির কেন্দ্রীয় শাখা। 

সাধারণ শিক্ষার্থী এমনকি খোদ ছাত্রদল সংশ্লিষ্ট নেতারাও বলছেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারীরও জায়গা হয়েছে সদ্য ঘোষিত ছাত্রদলের এই কমিটিতে। সিনিয়র যুগ্ম-আহ্বায়কের একাধিক পদে জায়গা হয়েছে ছাত্রলীগের কমিটিতে থাকা সম্পাদক পদে নেতারাও। পাশাপাশি কমিটিতে বিগত সময়ে নির্যাতন সহ্য ত্যাগী কর্মী ও জুলাই আন্দোলনকারীদেরও উপেক্ষিত রাখা হয়েছে—এমনটাই অভিযোগ পদবঞ্চিত অনেকের।

১৮টি আবাসিক হলে মোট ৫৯৩ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত কমিটিতে হাজী মুহম্মদ মুহসীন হলে সর্বোচ্চ ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫১ জন, কবি জসীমউদ্দীন হলে ৪৩ জন, মাস্টারদা সূর্যসেন হলে ৪৭ জন, বিজয় একাত্তর ও শেখ মুজিবুর রহমান হলে ৫৪ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৫৬ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ১৮ জন, স্যার এ এফ রহমান হলে ৩৮ জন, জগন্নাথ হলে ৩৪ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৪৮ জন, ফজলুল হক মুসলিম হলে ৩৬ জন, অমর একুশে হলে ২৫ জন, রোকেয়া হলে ৮ জন, শামসুন্নাহার হলে ৫ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৪ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩ জন এবং কবি সুফিয়া কামাল হলে ৭ জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও অভিযোগ, ঘোষিত এই কমিটিতে প্রাধান্য পেয়েছে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের কর্মীরা। উপেক্ষিত রয়েছেন তাদের বাইরের কর্মীরা। স্যার এ এফ রহমান হল ছাত্রদলের নতুন কমিটিতে আপন ছোট ভাই মো. মাহদীজ্জামান জ্যোতিকে দায়িত্ব দেওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের বিরুদ্ধে। এদিকে সমালোচনা ও ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি করেছে শাখা ছাত্রদল। কমিটির প্রতিবেদন আগামী তিনদিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

হলভিত্তিক অভিযোগ

ড. মুহম্মদ শহীদুলাহ্ হল: এই হলে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন রাকিবুল হাসান সৌরভ। তিনি জীববিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত। ৫ আগস্টের আগে তার বাবা বগুড়া জেলার গাবতলি উপজেলার নসিপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। আর শান্ত নিজেও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেলে ছাত্রদলে যোগ দেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার ছবি রয়েছে।

 

 সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে সেলফিতে শান্ত

কবি সুফিয়া কামাল হল: হলটিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক পদ পেয়েছেন জাকিয়া সুলতানা আলো। উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের এই শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রী সাজিয়া রহমান সিলভীর (রোকেয়া হল) কাছের ছোটবোন হিসেবে পরিচিত ছিলেন তিনি। ৫ আগস্টের আগে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুলের সঙ্গে তার ছবি রয়েছে; যা নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।

অমর একুশে হলের আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ। ছাত্রলীগের মিছিলে প্রথম সারিতে

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল: অভিযোগ উঠেছে, হলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতুল ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কালচারাল টিমের সদস্য ছিলেন। ২০২২-২৩ সেশনের নাট্যকলা বিভাগের এই ছাত্রী এই প্রথম বর্ষের এই ছাত্রী জড়িত ছিলেন ছাত্রলীগের সাথে। 

অমর একুশে হল: হলের সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হামিদ। নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন হামিদ। ইতেমোধ্যেই তার একটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে; যেখানে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পোস্টার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর হলের আহ্বায়ক মো. আসাদুল হক আসাদকে ৫ আগস্টের আগে ছাত্রলীগের মিছিলের প্রথম সারিতে দেখা গেছে।

অমর একুশে হল ছাত্রদলের সদস্য সচিব

শামসুন্নাহার হল: শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নিতু রাণী সাহা। এর আগে তিনি তিনি ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ৬ নেতাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। গত ১৭ নভেম্বর অব্যাহতি প্রাপ্তরা হলেন- ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন।

হাজী মুহম্মদ মুহসীন হল: শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছিলেন রোমান মিয়া। অভিযোগ, তিনিও ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর‌ই তার একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হলটিতে সদস্য পদ পাওয়া আহমেদ জাবির মাহামের বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর হামলা ও একদফা ঘোষণা বিরুদ্ধে অবস্থান নেওয়ার তাকেও তার নিজের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে বয়কট করা হয়।

বয়কট করা মাহাম পেলেন ছাত্রদলে পদ

এই হলের ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন জনি প্রামাণিক। তিনিও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ জানিয়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে থাকা তার ছবি শেয়ার করেছেন কেউ কেউ।

শেখ মুজিবুর রহমান হল: শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন মোস্তফা হোসেন লিখন। তিনিও ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের সঙ্গে তার একটি ছবিও ফেসবুকে ছড়িয়েছে। এই হলে সাইফ আল ইসলাম দীপকে আহ্বায়ক ও সিহাব হোসেন শাহেদকে সদস্য সচিব করা হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিনভী মোশাররফকে এই কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদস্য সচিব শিহাব ২০২২-২৩ সেশনের, তবে রিনভী মোশাররফ ২০২১-২২ সেশনের হলেও তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।

ফজলুল হক মুসলিম হল: শাখাটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাকিব হাসান। তিনিও ছাত্রলীগের নেতা মাজহারুল কবির শয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের কর্মসূচি নিয়েও তার পোস্ট রয়েছে।

স্যার এ এফ রহমান হল: হল শাখা ছাত্রদলের নতুন কমিটিতে সদস্য সচিব হয়েছেন মো. মাহদীজ্জামান জ্যোতি। আগে দলীয় কোনো পদ না থাকলেও ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী সরাসরি পেয়েছেন সদস্যসচিব পদ। এ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। জানা গেছে, মো. মাহদীজ্জামান জ্যোতি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই। ফলে স্বজনপ্রীতির ব্যাপারটিই সামনে আনছেন অনেকেই। এছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদ পাওয়া শাখাওয়াত হোসেন ২০২২ সালের ছাত্রলীগের হল কমিটির সহ-সম্পাদক ছিলেন।

স্যার এ এফ রহমান হলের পদবঞ্চিত মুহাম্মদ মাহাদী হাসান শিমুল তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ২০২২ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে লালন করে রাষ্ট্রযন্ত্রের বুট-বুলেটের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আন্দোলন পরবর্তী বিশাল বিশাল সুযোগ সুবিধার প্রস্তাবনা পাওয়া স্বত্ত্বেও মা, মাটি, মানুষ ঘিরে নিজের আদর্শ বিক্রি করিনি। অথচ আজকে আমার ত্যাগ, তিতিক্ষা এবং বিশ্বস্ততার প্রতিদান দিলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন নেপোটিজম করে তার নিজের আপন ছোট ভাইকে আমার জায়গায় বসিয়ে। চমৎকার!

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: শাখা ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ৫১ সদস্যের এ আহবায়ক কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী রাজু শেখ। তার বাড়ি গোপালগঞ্জে বলে জানা গেছে। রাজুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। এছাড়া হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান আহমেদ এক সময় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সদস্য ছিলেন।

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে বিদ্রুপকারী রাজু শেখ পেলেন ছাত্রদলে পদ

একই হলের ছাত্রলীগের পরিচিত মুখ মাহমুদ হাসান ঢাবি ক্যাম্পাসের ‘কুখ্যাত প্রলয় গ্যাংয়ের’ সক্রিয় সদস্য এবং ছাত্র নির্যাতনকারী বলে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পরপর সম্মিলিত সিদ্ধান্তে হলের ছাত্র-শিক্ষকরা তাকে বের করে দেয়। এখন তিনি জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। 

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ছাত্রদলে সদস্য সচিব পদ পওয়া শাহরিয়ার লিয়ন ও যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মো. রাসেল হোসেনকে ছাত্রলীগে সক্রিয় কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। রাসেল ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তাছাড়া লিয়নকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছেন লিয়ন

বিজয় একাত্তর হল: শাখা ছাত্রদলে সদস্য যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া রাকিবুল হাসান রাকিব ছাত্রলীগের সময় গেস্টরুমে শিক্ষার্থীদের টর্চার করার অভিযোগ রয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত সেপ্টেম্বর-অক্টোবর থেকে যারা আমাদের প্রাথমিক সদস্য পদ পূরণ করে আমাদের সাথে থেকেছে এবং অভ্যুত্থানের আগেও আমাদের সাথে সম্পৃক্ত ছিলো, তাদেরকে আমরা কমিটিতে রাখার চেষ্টা করেছি। এরপরও যদি কেউ পরিচয় গোপন করে থাকে তাহলে আমরা সে বিষয়ে তদন্ত করে ব্যবস্হা নিবো। আমরা ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসির ওপর আস্থা নেই, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভাবার সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9