জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার চালু হচ্ছে জোবাইক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৬:১৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবারও চালু হতে যাচ্ছে জনপ্রিয় সাইকেল রেন্টাল সেবা জোবাইক। শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত সহজ করতে প্রাথমিক পর্যায়ে ১০০টি সাইকেল সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
রোববার (২৯ জুন) এ তথ্য নিশ্চিত করেন জোবাইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদি রেজা। তিনি জানান, আগামী আগস্ট মাস থেকে শিক্ষার্থীরা জোবাইক অ্যাপসে নিবন্ধন করে এই সেবা গ্রহণ করতে পারবেন।
মেহেদি রেজা বলেন, ‘আমরা দ্রুতই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের রেন্টাল সাইকেল সেবা চালু করতে যাচ্ছি। এর আগেও এখানে আমরা সার্ভিস দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে আমাদের আলোচনা হয়েছে। পার্কিং পয়েন্টসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দ্রুতই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সম্ভাব্য সব উদ্যোগই নেওয়া হচ্ছে। এর আগে এ সেবা শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। আমরা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের আগ্রহের কথা জানিয়েছি। আশা করছি, দ্রুতই সার্ভিসটি আবার চালু করতে পারব।’
উল্লেখ্য, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জোবাইক সেবা চালু হয়েছিল। সেবাটি ব্যবহার করতে একজনকে প্রথমে জোবাইক অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে নির্দিষ্ট সময়ের জন্য সাইকেল ভাড়া নেওয়া যায়। শুরুতে কিছুটা জটিলতা থাকলেও সময়ের সঙ্গে অ্যাপটি শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তবে করোনা মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে জোবাইক, ফলে সেবা বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।