চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শহীদ তরুয়ার নম্বরপত্রে লেখা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের জীবন উৎসর্গকারী’

২১ মে ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
শহীদ হৃদয় চন্দ্র তরুয়া

শহীদ হৃদয় চন্দ্র তরুয়া © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া আর নেই, কিন্তু রয়ে গেছে তার অসমাপ্ত স্বপ্ন, লড়াইয়ের ইতিহাস। ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হন তরুয়া। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তিনি শহীদ হন।

হৃদয় তরুয়া ছিলেন বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তার মৃত্যুর প্রায় এক বছর পর, বিশ্ববিদ্যালয় তৈরি করেছে তরুয়ার স্নাতক তৃতীয় বর্ষের নম্বরপত্র। স্বাভাবিকভাবেই ইতিহাস বিভাগের ফল তৈরি করেন বিভাগটির শিক্ষকরা। সেই ফল প্রস্তুতের সময় হৃদয় তরুয়ার স্মৃতি যেন সবার হৃদয়ে বেদনার ছায়া ফেলেছিল।

সেই নম্বরপত্র তৈরির মুহূর্তের অভিজ্ঞতা আবেগঘন ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইতিহাস বিভাগের শিক্ষক মো. নুরুল হামিদ (কানন)। তিনি লিখেন, “প্রিয় তরুয়া, তোমার রেজাল্ট তৈরি করতে গিয়ে আমাদের হাত কাঁপছিল আর তোমার হাসিমাখা মুখখানা চোখের সামনে ভাসছিল। অসীম আকাশের অনন্তপারে তুমি ভালো থেকো।”

আরও পড়ুন: চবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে শহীদ তরুয়া ও ফরহাদকে নিয়ে প্রশ্ন

সেই নম্বরপত্রের একটি ছবি বিভাগের শিক্ষক মো. নুরুল হামিদ (কানন) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে ওই শিক্ষক লিখেন— ‘প্রিয় তরুয়া, তোমার রেজাল্ট তৈরি করতে গিয়ে আমাদের হাত কাঁপছিল আর তোমার হাসিমাখা মুখখানা চোখের সামনে ভাসছিল। অসীম আকাশের অনন্তপারে তুমি ভালো থেকো।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই নম্বরপত্রের রিমার্কস বা মন্তব্যের ঘরে লেখা রয়েছে, ‘He sacrificed his lives in the Anti-Discrimination Students Movement- 2024’ (তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন)।

তরুয়ার সহপাঠীরা জানান, তিনি ছিলেন একজন প্রতিবাদী, সৎ এবং দায়িত্বশীল তরুণ। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। বৈষম্যবিরোধী আন্দোলনে সম সময় সামনের কাতারে থাকতেন তরুয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, তরুয়ার স্মৃতিকে সম্মান জানাতেই তার ফল প্রকাশে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ৮ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তরুয়া ও আরেক শহীদ ফরহাদ হোসেনকে নিয়ে প্রশ্ন আসে। সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন ছিল— “জুলাই বিপ্লব, ২০২৪-এ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?” উত্তরের অপশনগুলোর মধ্যে ছিল- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর।

৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর, মোবাইল ফোনের দাম কমবে কত?
  • ১৩ জানুয়ারি ২০২৬
শিক্ষা শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখলে তার প্রকৃত উদ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’, সতর্ক অবস্থানে আইনশৃঙ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
অস্ত্র উদ্ধারের নামে ধরে ‘নির্যাতনে বিএনপি নেতার মৃত্যু’, ম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা 
  • ১৩ জানুয়ারি ২০২৬
ভর্তি আবেদনে হাবিপ্রবির আয় সাড়ে ৯ কোটি টাকা, বেশি কোন ইউনিটে
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9