সাম্য হত্যার রহস্য উদঘাটন সাতদিনের মধ্যে

সাম্য
সাম্য  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য আগামী সাতদিনের মধ্যে উদঘাটন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইবুনালে তথ্য পাঠিয়ে বিচারে সহযোগিতা করবে পুলিশ।

শনিবার (১৭ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি লাউঞ্জে এক বৈঠকে এসব বলেন তিনি। 

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, সাম্য হত্যার ঘটনার যেন দ্রুত বিচার হয়, সে সহযোগিতা প্রশাসনকে করা হচ্ছে। আগামীকাল রোববার (১৮ মে) স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিকাল তিনটায় বিশেষ সভার আয়োজন করা হয়েছে। 

এসময় রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এখন পর্যন্ত ১২ জনকে আটকের কথা জানান তিনি। বলেন, উদ্যানের নিরাপত্তায় আনসারের পাশাপাশি কাজ করবে পুলিশ। 

এর আগে গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য। 

ঘটনার দিন রাতেই রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বুধবার (১৪ মে) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের আবেদনের শুনানি নিয়ে শনিবার তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।


সর্বশেষ সংবাদ