গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতাকে বহিষ্কার নিয়ে যা জানাল জাবি

শামীম মোল্লা
শামীম মোল্লা  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার গণপিটুনিতে নিহত শামীম মোল্লার নাম যুক্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট শাখা। গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘২০২৪ সালের ১৪ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে, ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে, একই দিন দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রাঙ্গণে এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সম্মুখে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ইতিহাস বিভাগে পাঠানো চিঠিতে অসাবধানতাবশত এই বিভাগের সাবেক ছাত্র প্রয়াত শামীম মোল্লার নাম উল্লেখ করা হয়েছে, যা অপ্রত্যাশিত। এই ভুলের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা দুঃখ প্রকাশ করছে।’

এর আগে গত ২৮ এপ্রিল গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করে ইতিহাস বিভাগে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের সই করা ওই চিঠিতে শামীম ছাড়াও ওই বিভাগের আরও ১১ শিক্ষার্থীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। এদের সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

তালিকার প্রথম নামটিই ছিল শামীমের। তাদের নামের পাশে ব্রাকেটবন্দি অবস্থায় ‘মৃত’ শব্দটিও লেখা ছিল।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মোট ২৫৯ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ, তাদের সনদ স্থগিত হবে, যারা পরীক্ষা দিয়েছে তাদের ফল স্থগিত থাকবে। আর যারা নিয়মিত শিক্ষার্থী তাদের সাময়িক বহিষ্কার করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর গণপিটুনিতে শামীমের মৃত্যু হয়। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে ছয় মাসের বহিষ্কার করা হয়। তারা ওই হত্যা মামলার আসামি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence