ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

থাকছে শেখ মুজিব, বাদ পড়ছে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’

২৯ এপ্রিল ২০২৫, ১১:৪৩ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৯ PM
হলের প্রধান ফটক

হলের প্রধান ফটক © ফাইল ফটো

শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ করা হয়নি। তবে আগের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’ শব্দ দুটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট হল প্রশাসন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা থেকে।

ফলে শব্দ দুটি বাদ দেয়া হলটির নতুন নাম হবে ‘শেখ মুজিবুর রহমান হল’। এই হল থেকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’ শব্দ দুটি বাদ দিতে হল প্রশাসনের পক্ষ থেকে পত্র দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে অবহিত করেছে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় ইতিমধ্যে বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়েছে। তবে সর্বশেষ গত ২৪ এপ্রিলের সিন্ডিকেটের সভায় সেটি নিয়ে আলোচনা হয়নি। সিন্ডিকেটের সভায় এজেন্ডাভুক্তিতে বলা হয়েছে, ‘‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত হলের নাম ‘শেখ মুজিবুর রহমান হল' নামকরণের বিষয় হলের প্রাধ্যক্ষ মহোদয়ের পত্র বিবেচনা । উল্লেখ্য, উক্ত হলের শিক্ষার্থীরা ২২-০১-২০২৫ তারিখে হলের নাম সংস্করণের জন্য আবেদন করেন এবং আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রস্তাবনায় সমর্থন দিয়েছেন।’’

জানা গেছে, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এই হল। শুরুতে এই হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৩ সালে ‘জাতির জনক’ যুক্ত করে এই হলের নতুন নামকরণ করা হয় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’। 

জানতে চাইলে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই হলের নাম পরিবর্তনের বিষয়টি সর্বশেষ সিন্ডিকেটের সভায় এজেন্ডাভুক্তিতে ছিল। তবে সম্ভবত সিন্ডিকেটের সভায় উত্থাপিত হয়নি। তবে একবার সিন্ডিকেটের সভায় এজেন্ডাভুক্তিতে কোনো ইস্যু থাকলে তা পরবর্তীতে যেকোনো সিন্ডিকেটের সভায় উত্থাপিত হবে।

এর আগে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ছয় মাস পূর্তির দিন গত ৫ ফেব্রুয়ারি গভীররাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নাম রাখেন একদল শিক্ষার্থী। সেই সময় শিক্ষার্থী হলের সামনে থাকা বঙ্গবন্ধুর নাম হাতুড়ি দিয়ে তুলে ফেলেন। পরে তারা হলের নতুন নাম লিখে দেয়।

বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9