২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতি তদন্তে ঢাবির কমিটি

১৩ এপ্রিল ২০২৫, ১২:৫৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩০ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ-সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে থাকলে তা তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে এই পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ১৬ বছর শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বর্তমান ডিন সদস্য হিসেবে এই কমিটিতে যুক্ত থাকবেন। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বর্তমান রেজিস্ট্রার।

তবে কমিটি প্রয়োজন মনে করলে বহিস্থ/আভ্যন্তরীণ আরও তিন জন সদস্য তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারবে।

কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শামস উদ্দিন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ-সংক্রান্ত কোনো অনিয়ম দেখার জন্য এই পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা এ বিষয়ে কাজ করছেন।

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল এনটিআর…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে সেলস কোঅর্ডিনেটর, আবেদন স্নাতক …
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘ইন্টারন্যাশনাল’ নয়, আইসিসি হলো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে এনটিআরসিএতে সভা চলছে
  • ২৭ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬