ঢাবিতে ‘অ্যাডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি’ সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

১১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট দ্বারা পরিচালিত রিসার্চ মেথোডলজির উপরে বিশেষ কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে 'অ্যাডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি' সার্টিফিকেট প্রদান করা হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার সাদাত আলী কনফারেন্স রুমে কোর্স সমাপনীকারী কোর্সের ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে এই সার্টিফিকেট বিতরণ করা হয়। 

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. মনিনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)  অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় গবেষণার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এটা শুধু শিক্ষক শিক্ষার্থীর মাঝে সীমাবদ্ধ নয় বরং দেশের সকল শিক্ষার্থীদের গবেষণা আগ্রহী করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।

ট্যাগ: ঢাবি
ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬