চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-পদোন্নতিতে অনিয়মের তথ্য আহবান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিগত সময়ের নিয়োগ, পদোন্নতি ও প্রকল্প সংক্রান্ত অনিয়ম অনুসন্ধানে তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৬ মার্চ) রাতে চবির ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ-পদোন্নতির ক্ষেত্রে এবং বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ কাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে কোনো অনিয়ম, দুর্নীতি বা আর্থিক অপচয় হয়েছে কিনা, তা উদ্ঘাটনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য অনুসন্ধান কমিটি (Fact Finding Committee) গঠন করেছে।

এতে আরও বল হয়েছে, এই কমিটি নিরপেক্ষ ও স্বচ্ছ অনুসন্ধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য আহ্বান করছে। উপর্যুক্ত বিষয়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থার কাছে কোনো সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য থাকলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ১৫ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিম্নের যে-কোনো মাধ্যমে তা প্রদান করতে অনুরোধ জানানো হচ্ছে। 

তথ্য পাঠানোর মাধ্যম:
১।  ই-মেইল: complain@cu.ac.bd অথবা cu_factfind@protonmail.com;

২। সরাসরি হাজির হয়ে/কুরিয়ারে/ডাকযোগে তথ্য প্রেরণের ঠিকানা: ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম। কক্ষ নং ৪০৯, ৪র্থ তলা, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;

৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডাকঘরের ‘Fact Finding Committee’ নামাংকিত ডাকবক্স;

৪. পরিচয় গোপন রেখে অথবা পরিচয় দিয়ে অনলাইন পোর্টালে তথ্য প্রদান (নিম্নের লিঙ্কে ক্লিক করে তথ্য দেয়া যাবে) https://forms.gle/jthSQPeZBNDPKhru5

তথ্যপ্রদানকারীর সকল পরিচয় গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে আপনার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence