দেড় যুগ পর শেষ হচ্ছে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক ‘বাহালুল হক চৌধুরী অধ্যায়’

২০ মার্চ ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
মো. বাহালুল হক চৌধুরী

মো. বাহালুল হক চৌধুরী © টিডিসি সম্পাদিত

কী এক জাদুমন্ত্রবলে প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক পদে বহাল তবিয়তে আছেন  আলোচিত-সমালোচিত মো. বাহালুল হক চৌধুরী। পরীক্ষা নিয়ন্ত্রকের অনার বোর্ডের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন শুধু একজন কর্মকর্তা। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ ভিসিসহ গুরুত্বপূর্ণ পদে একাধিকবার পরিবর্তন আসলেও পরীক্ষা নিয়ন্ত্রকের এই পদে আসেনি কোনো পরিবর্তন। অবশেষে প্রায় দেড় যুগ পর পরীক্ষা নিয়ন্ত্রক ‘বাহালুল হক চৌধুরী অধ্যায়’ শেষ হচ্ছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মো. বাহালুল হক চৌধুরীর চাকরির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত ছিল। তবে চাকরির মেয়াদ শেষ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি এই কর্মকর্তা দীর্ঘ ছুটিতে যাচ্ছেন, যার মাধ্যমে তার দায়িত্বের ইতি টানতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী এই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, বাহালুল হক চৌধুরী ইতিমধ্যে উপাচার্যের কাছে তিন মাসের ছুটির জন্য আবেদন করেছেন। এটি উপাচার্য অনুমোদনও দিয়েছেন।

ছুটির বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মুঠোফোনে বাহালুল হক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তার অফিস কক্ষে গিয়ে দেখা করার চেষ্টা করা হলেও তিনি ব্যস্ততার অজুহাতে সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, ‘তিনি (বাহলুল হক চৌধুরী) চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবেন। সেজন্য তিনি একটা ছুটির আবেদন করেছেন। উপাচার্য মহোদয় সেটির অনুমোদন দিয়েছেন।‘

তবে বাহালুল হক পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ফের দায়িত্ব পালন করবেন কি না এমন প্রশ্নের কোন জবাব দেননি তিনি।

গত সরকারের আমলে বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—অনৈতিকভাবে লোক নিয়োগ, নিজের ইচ্ছামতো বেতন কাঠামো নির্ধারণ, পরীক্ষার খাতা বিক্রি, বিশ্ববিদ্যালয়ের অর্থ অনিয়মিতভাবে ব্যবহারের অভিযোগ, অফিসের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, অধিভুক্ত কলেজ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ, পুরোনো উত্তরপত্রের কাগজ কম দামে বিক্রি করে অর্থ আত্মসাৎ প্রভৃতি। এসব অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিছু রদবদল হলেও বাহালুল হক এতদিন তার পদে বহাল ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
রুয়েটে ধীরগতির ইন্টারনেট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
  • ২০ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রাইভেট পড়তে যাওয়ার সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9