জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

১৮ মার্চ ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুটি ছাত্র এবং দুটি ছাত্রী আবাসিক হলের নাম প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলগুলোর নাম নতুন করে নির্ধারণ করার জন্য ইতিমধ্যে অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নম্বর ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নম্বর ছাত্রী হল।’

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে চাকরি, পদ ৬, আবেদন শেষ ৯ ফেব্র…
  • ২৭ জানুয়ারি ২০২৬
অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ, অপেক্ষায় জাকসু এজিএস
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাদের কথায় আমি ভীত: মির্জা আব্বাস
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সনদ জালিয়াতি করে বিসিএস পররাষ্ট্র ও প্রশাসন ক্যাডারে চাকরি,…
  • ২৭ জানুয়ারি ২০২৬