লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে রাবির গণঅভ্যুত্থান মঞ্চের বিক্ষোভ

১২ মার্চ ২০২৫, ০৭:১১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
রাবির গণঅভ্যুত্থান মঞ্চের বিক্ষোভ

রাবির গণঅভ্যুত্থান মঞ্চের বিক্ষোভ © টিডিসি ফটো

অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি, দেশে অস্থিতিশীল পরিবেশ ও দায়িত্ব পালনকালে পুলিশের উপর হামলার প্রতিবাদে শাহবাগের বিরুদ্ধে মধ্যরাতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণঅভ্যুত্থান মঞ্চ।

মিছিল থেকে শিক্ষার্থীরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে ২০১৩ সালে শাহবাগে গড়ে ওঠা প্ল্যাটফরম ‘গণজাগরণ মঞ্চের’ আলোচিত মুখ লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। এছাড়াও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সূচনাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক ও আবাসিক হল প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে মিলিত হোন। 

এসময় 'শাহবাগিদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'ল' তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা', 'শ তে শাহাবাগী, তুই হাসিনা তুই হাসিনা', 'শাহাবাগীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', শাহবাগিদের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'বিচার বিচার বিচার চাই, শাহাবাগীদের বিচার চাই', 'শাহাবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে?, 'উদ্যানের গাঁজাখোর উদ্যানে ফিরে যা', '১৩ আর ২৫, এক নয় নয়', 'শাহবাগ না শাপলা, শাপলা শাপলা', 'হলে হলে খবর দে, শাহবাগীদের কবর দে', 'জুলাইয়ের বাংলায়, শাহাবাগীদের ঠাঁই নাই', '২৪-এর বাংলায়, শাহাবাগীদের ঠাঁই নাই' 

এসময় গণঅভ্যুত্থান মঞ্চের সদস্য সচিব ইকরামুল হক মামুন বলেন, আমরা এই শাহবাগীদের বাংলাদেশের মাটিতে থাকতে দেবো না। আমাদের রক্তের বিনিময়ে হলেও তাদের থেকে দেশ থেকে মুক্ত করব। আমরা তাদের বাংলার জমিনে তাদের উত্থান ঘটতে দেবো না। তারা একদিনে মাথা চাড়া দিয়ে উঠেছে।

বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ফাহিম রেজা বলেন, আমরা সবাই জানি শাহবাগিরা আওয়ামী লীগের এক্সটেনশন। নীরবে আওয়ামী লীগের অপকর্ম বাস্তবায়ন এবং বিরোধী দলগুলোর উপর হামলার নিপীড়ন অত্যাচারের বৈধতা জুগিয়েছে এই শাহবাগিরা। ২৪বিপ্লবের পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন একত্রিত হয়ে আবারো শাহবাগ কায়েম করতে চাচ্ছে। ছাত্রজনতা যতদিন রাজপথে আছে, শাহবাগীদের যে চাওয়া সেটি পূরণ হতে দেবে না।

বাংলা বিভাগের শিক্ষার্থী জিএস সাব্বির বলেন, ২০১৩ সালে হাসিনার ফ্যাসিবাদী সরকারকে কায়েম করার জন্য যারা ইন্ধন জুগিয়েছে সেই শাহবাগিরা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ২৪-এর পর আমরা আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে দেবো না। রোজাদার পুলিশের উপর হামলা করে দেশের আইন-শৃঙ্খলাকে অপদস্থ করার জন্য এই শাহাবাগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, সারাদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পথে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় অগ্নিকন্যা খ্যাত গণজাগরণ মঞ্চের নেত্রী লাকী আক্তারের নির্দেশে পুলিশের উপর হামলা চালান সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রাবির গণঅভ্যুত্থান মঞ্চ। 

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার…
  • ১০ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদি স্মরণে কবিতা, গান ও আলোচনা সভা
  • ১০ জানুয়ারি ২০২৬
রকমারি ডটকমে চাকরি, কর্মস্থল ঢাকার মতিঝিল
  • ১০ জানুয়ারি ২০২৬
সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
  • ১০ জানুয়ারি ২০২৬
তাহসান-রোজার সংসার ভাঙার গুঞ্জন, জানা গেল কারণ
  • ১০ জানুয়ারি ২০২৬
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের নির্দেশনা জারি
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9