রাবিতে ধর্ষণের প্রতিবাদে প্রকাশ্যে প্রতীকী ফাঁসি

রাবিতে শিক্ষার্থীদের প্রকাশ্যে প্রতীকী ফাঁসি কর্মসূচি
রাবিতে শিক্ষার্থীদের প্রকাশ্যে প্রতীকী ফাঁসি কর্মসূচি  © টিডিসি ফটো

সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ভবনের সামনে অনুষ্ঠিত হয় প্রকাশ্যে প্রতীকী ফাঁসি কর্মসূচি। মানবিক মূল্যবোধ, নারীর নিরাপত্তা এবং ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে এ কর্মসূচির আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন।

আয়োজকরা জানান, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ সময় অপরাধীরা পার পেয়ে যায় আইনের দুর্বলতা ও বিচারহীনতার কারণে। এর ফলে সমাজে একটি ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ছে—ধর্ষণ করেও পার পাওয়া যায়। এ অবস্থার পরিবর্তন এবং জনসচেতনতা তৈরিতে এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী বিথি বলেন, ‘প্রতীকী ফাঁসির মাধ্যমে আমরা ধর্ষকদের প্রতি ঘৃণা এবং রাষ্ট্রের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি, চাই একটি নিরাপদ সমাজ।’

আরো পড়ুন: ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা

আয়োজকরা আরও জানান, এ আন্দোলন শুধুমাত্র একদিনের নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের প্রতিটি জায়গায় ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবিতে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

উল্লেখ্য, মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটি চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এ প্রতীকী ফাঁসি কর্মসূচির আয়োজন করেন।


সর্বশেষ সংবাদ