ঢাবি ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তার ব্যক্তি আদালতে

ঢাবি লোগোর পাশে ওই কর্মচারী
ঢাবি লোগোর পাশে ওই কর্মচারী  © ফাইল ফটো

ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় তাকে আদালতে পাঠানো হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার বলেন, মোস্তফা আসিফকে আটকের পর মধ্যরাতে কয়েকজন লোক থানায় আসে। তারা নানা স্লোগান দেয়, অভিযুক্তকে ছাড়িয়ে নিতে চায়। কিন্তু কোনও ধরনের উগ্র আচরণ করেনি। পরে আমরা আসামিকে আদালতে পাঠালে তারা চলে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা থানা ত্যাগ করে।

জানা গেছে, অভিযুক্ত মোস্তফা আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় তাকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরপর মধ্যরাতে অভিযুক্তকে ছাড়াতে শাহবাগ থানায় যান একদল তৌহিদি জনতা।

এর আগে বুধবার অভিযোগকারী ছাত্রী ফেসবুক পোস্টে লেখেন, ‘এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেসে আমার ড্রেস ঠিক নাই আমি পর্দা করি নাই ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তীতে তাকে আমি জিজ্ঞাসা করি আপনি কোন হলে থাকেন কোন ডিপার্টমেন্টে পড়েন। সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না।’

ওই শিক্ষার্থী আরও অভিযোগ করেন, ‘আমি সালওয়ার কামিজ পরে ঠিক মত ওড়না পরে ছিলাম। সে আমাকে বলে আমার নাকি ওড়না সরে গেছে। Then আমি তাকে বললাম এইটা তো আপনার দেখার বিষয় না আর আপনার তাকানোও জাস্টিফাইড না। এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়।’

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence