১০ রমজানের মধ্যে ঢাবির অফলাইন ক্লাস শেষ করতে ভিসির কাছে স্মারকলিপি

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা  © টিডিসি ফটো

দশ রমজানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফলাইন ক্লাস শেষ করতে ভিসির কাছে স্মারকলিপি দেয় ঢাবির বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ২ মার্চ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দুঃখজনক হলেও সত্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ন্যায্যমূল্যে পুষ্টিকর খাবারের সুব্যবস্থা নেই। রমজানের সময় এই সংকট আরও প্রকট হয়। হলগুলোর ক্যান্টিন এবং মেসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের পক্ষে দীর্ঘসময় রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার মোতাবেক ২৩ রমজান অর্থাৎ আগামী ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা-এসাইনমেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। হলের খাবারের দাম ও মান বিবেচনায় রমজানে এতো দীর্ঘদিন হলে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে উঠছে।

আরো পড়ুন: চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

রমজান মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় খাবারের অপ্রাপ্যতার কারণে অমুসলিম শিক্ষার্থীদেরকেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি বর্তমান আবহাওয়া বিবেচনায় মূল ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাটাও কঠিন হয়ে পরেছে।

এমতাবস্থায় শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ রমজানের মধ্যে অফলাইনে শিক্ষা কার্যক্রম সমাপ্ত করার দাবি উত্থাপিত হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে ডিপার্টমেন্টগুলো অনলাইন ক্লাস পরিচালনা করতে পারে। 

স্মারকলিপিতে দেওয়া দাবিসমূহ-

১. ১০ রমজানের মধ্যে অফলাইনে সকল ক্লাস কার্যক্রম শেষ করতে হবে।

২. রমজান মাসে প্রয়োজন মোতাবেক অনলাইন পদ্ধতিতে ক্লাস পরিচালনা করতে হবে। অতএব মহোদয়ের নিকট আবেদন এই যে, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ১০ রমজানের মধ্যে অফলাইনে শিক্ষাকার্যক্রম শেষ করলে বাধিত থাকবো।


সর্বশেষ সংবাদ