টকশোতে ‘রাজাকারের ছেলে’ বলায় ঢাবিতে বিএনপি নেতার ছবিতে অগ্নিসংযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
টকশোতে ছাত্র প্রতিনিধি মিসবাহ উদ্দিনকে ‘রাজাকারের ছেলে’ বলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
বুধবার (৫ মার্চ) বিকালে টিএসসির রাজু ভাস্কর্যে ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে ২১দিন ধরে গণঅবস্থানকারী বিপ্লবী ছাত্র পরিষদ। এসময় তারা অবিলম্বে ফজলুর রহমানকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনা ছাত্রদের যে ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দিয়ে জুলাই গণহত্যা ঘটিয়েছেন, ফজলুর রহমানও তারই পুনরাবৃত্তি করেছেন। জুলাই গণহত্যার শহীদদের দাগ না মুছতেই ফের ‘রাজাকারের ছেলে’ সম্বোধন ছাত্রদেরকে নতুন করে আতঙ্কিত করছে।
এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান বলেন, ‘আজকে আমরা ফজলুর রহমানের ছবিতে আগুন জ্বালাচ্ছি, এর কারণ হলো ৫ আগস্টের পরে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তিনি তা মানতে পারেননি। তিনি যেখানে সেখানে ছাত্রদেরকে বিপ্লবীদেরকে যা মন চায় তা বলে কটাক্ষ করছেন। আমরা ফজলুর রহমানসহ সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই স্বাধীন বাংলাদেশে নতুন করে কোনো তরুণকে ছাত্রকে রাজাকারের সন্তান বললে তা বরদাস্ত করা হবে না। নব্য ফ্যাসিবাদীদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।’
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ অবিলম্বে বিএনপি নেতা ফজুলর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘একজন ছাত্রকে রাজাকারের ছেলে বলায় ফজুলর রহমানকে সমগ্র ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে।’
বিপ্লবী ছাত্র পরিষদ সদস্য সচিব বলেন, ‘ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রেতাত্মা ফজলুর রহমানের ঘাড়ে চেপেছে। তা নাহলে ৫ আগস্টের পর তার দুঃসাহস হতো না আমাদের ছাত্র ভাইকে রাজাকারের ছেলে সম্বোধন করার।’
এর আগে অনলাইন টকশো ‘ফেস দ্য পিপল’ এ ছাত্র প্রতিনিধি মিসবাহ উদ্দিনকে বিএনপি নেতা ফজুলর রহমান ‘রাজাকারের ছেলে’ ‘আলবদরের ছেলে’ বলে সম্বোধন করেন। মঙ্গলবার রাতে এই টকশোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।