ঢাবি আইআর জাপানিজ ক্লাবের প্রথম উদ্যোগ, ‘অরিগামি ওয়ার্কশপ’ সম্পন্ন

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
অরিগামি ওয়ার্কশপ ১.০

অরিগামি ওয়ার্কশপ ১.০ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্তর্ভুক্ত ‘ডিইউ আইআর জাপানিজ ক্লাব’ তাদের প্রথম উদ্যোগ হিসেবে ‘অরিগামি ওয়ার্কশপ ১.০’ সফলভাবে সম্পন্ন করেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এ ওয়ার্কশপ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবের সদস্যদের অনুপ্রাণিত করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আলী আশরাফ, ক্লাব মডারেটর ড. সাইমা আহমেদ, সহযোগী অধ্যাপক ওবায়দুল হক এবং ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও জাপানি ভাষা শিক্ষার শিক্ষক অধ্যাপক ড. আনছারুল আলম।

ওয়ার্কশপটির সফল আয়োজনে বিশেষ ভূমিকা রেখেছেন বাংলাদেশস্থ জাপান দূতাবাসের প্রতিনিধি ও সাংস্কৃতিক বিশেষজ্ঞ কাজী বুশরা আহমেদ তিথি। তিনি ‘অরিগামি’ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রদান করেন।

IMG_20250227_224943  

ক্লাবের মডারেটর ড. সাইমা আহমেদ আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে অনুষ্ঠান তদারকি করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপার্সন ড. আলী আশরাফ জাপান দূতাবাস এবং এর প্রতিনিধিকে স্বাগত জানিয়ে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমেও তাদের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি জাপান দূতাবাসের বিভিন্ন আর্থিক সহায়তা, ছাত্রবৃত্তি, জাপানে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবং ভলান্টারি কার্যক্রমে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

সহযোগী অধ্যাপক ওবায়দুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এই ক্লাব এক্টিভিজম একটি সুন্দর স্মৃতি। তোমরা এসব ধারণ করে বড় হও।’ 

দূতাবাসের প্রতিনিধি কাজী বুশরা আহমেদ তিথি ড. আলী আশরাফের কথার সাথে সম্মতি জানিয়ে বলেন, ‘ইতোমধ্যেই জাপান দূতাবাস জেনেসিস এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে জাপান ভ্রমণ করিয়েছে এবং অনেক শিক্ষার্থীকে দূতাবাসের কার্যক্রমে সংযুক্ত করেছে।’ তিনি সবাইকে আশ্বস্ত করেন যে জাপান সরকার এবং জাপান দূতাবাসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরো বাড়বে।

অধ্যাপক ড. আনছারুল আলম শিক্ষার্থীদের প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন পুনঃব্যক্ত করে জানান যে, এই ক্লাবের সকল উদ্যোগে তিনি শিক্ষার্থীদের পাশে থাকবেন।

উল্লেখ্য, ক্লাব প্রতিষ্ঠার পর এটি ছিল তাদের প্রথম আয়োজন ছিল। ক্লাবটি গত ১০ ফেব্রুয়ারি বিভাগীয় অনুমোদন পায়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় ৫০ জন শিক্ষার্থী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।

ট্যাগ: ঢাবি
এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬