‘ঢাকা বিশ্ববিদ্যালয়-বেসরকারি বিশ্ববিদ্যালয়’ হাতাহাতিতে ছাত্রীসহ আহত ১১

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
হাতহাতিতে আহতরা

হাতহাতিতে আহতরা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে সংগঠনের আত্মপ্রকাশকালে নিজেদের মধ্যে হাতাহাতিতে অন্তত ১১ জন আহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে ৯ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বলে দ্যা ডেইলি ক্যাম্পাাসকে নিশ্চিত করেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মেহের। এরমধ্যে নাফসিন নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রয়েছেন।

অন্যদিকে, ঢাবির আহত দুইজন হলেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী ও প্রিন্টিং এন্ড পাবলিকেশন বিভাগের আকিব আল হাসান। 

আহতরা জানান, আজ বিকেলে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।  

এই ঘোষণা ঘিরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ নিজেরা সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শরীরে জখম রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০১ জানুয়ারি ২০২৬
দশম শ্রেণির ছাত্র শাওন হত্যায় দুই সহপাঠী আটক
  • ০১ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা এলাকায় ‘মব’ সৃষ্টি করে আইনজীবীকে পিটিয়ে হত্যার অভি…
  • ০১ জানুয়ারি ২০২৬
মায়ের পথচলা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • ০১ জানুয়ারি ২০২৬
পটুয়াখালী জেলা পরিষদে চাকরি, আবেদন শেষ ১১ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ 
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!