সংবাদ সম্মেলন © টিডিসি ফটো
ঋতুরাজ বসন্তকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করতে এবারের গ্রামীণ আমেজে বর্ণাঢ্য আয়োজন করার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাবির টিএসসি প্রাঙ্গণে ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব ১৪৩১’।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, মূলত এক টুকরো গ্রামবাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসাই এই আয়োজনের লক্ষ্য। রুচি নিবেদিত অনুষ্ঠানটির সৌজন্যে থাকছে চপস্টিক।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জনপ্রিয় ব্যান্ড বায়োস্কোপ এবং সংগীত শিল্পী কৃষ্ণকলি ও তাঁর দলের পরিবেশনা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রকৃতি শ্যামলিমা বলেন, দিনব্যাপী এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গ্রামীণ লোকজ মেলা, ফানুস উৎসব এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পুঁথিপাঠ, কীর্তনসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন।
সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বরাবরই দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করতে তৎপর। তারই অন্যতম উদাহরণ আমাদের এই বসন্ত উৎসব। তরুণ প্রজন্মকে এই দেশীয় সংস্কৃতির সাথে একীভূত করার এই প্রয়াস আমাদের অব্যাহত থাকবে।’
সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি বলেন, ‘বাংলা সংস্কৃতির গভীরতাকে তুলতে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ প্রতি বছর আয়োজন করে ‘বসন্ত উৎসব’। বাংলা সংস্কৃতির শেকড় গেঁথে যাক তরুণ প্রজন্মের ভেতরে। বাংলা সংস্কৃতিকে অন্তরে ধারণ করে আমরা বরণ করে নিচ্ছি ঋতুরাজ বসন্তকে।’