ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাবিতে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

রাবির ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে
রাবির ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেমিফাইনাল ম্যাচ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ ১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। শেষ ওভারে গণিত বিভাগের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। এ সময় গ্যালারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থীর মাথায় ও চোখে আঘাত লাগে। পরে আহতদের উদ্ধার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এদিকে সংঘর্ষের পরও খেলা চালিয়ে যায় দুই দল এবং শেষ পর্যন্ত গণিত বিভাগ জয় লাভ করে। 

আরো পড়ুন: প্রশাসন-ছাত্রদলের সহায়তায় বাকৃবির হলে উঠছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘খেলার শুরু থেকেই গ্যালারিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আক্রমণাত্মক ছিল। তারা নানাভাবে স্লেজিং করছিল। শেষ ওভারে যখন আমরা জয়ের কাছাকাছি ছিলাম, তখন তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।’

অন্যদিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, ‘খেলা শান্তিপূর্ণভাবেই চলছিল। তবে একপর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ করতে এলে আমরা প্রতিহত করি।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগে, গত ২২ জানুয়ারি আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে একই দিন রাত আনুমানিক ১০টায় পরিবহন মার্কেট চত্বরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence