ঢাবিতে বাগেরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও পুনর্মিলনী

বাগেরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও পুনর্মিলনী
বাগেরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও পুনর্মিলনী  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বাগেরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ম্যানগ্রোভ নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান। 

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন তালুকদার, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সূর্যসেন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ এবং ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান আহমেদ।

এই অনুষ্ঠানে বাগেরহাট জেলাকে কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে অতিথিবৃন্দ আলোচনা করেন। এছাড়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রোগ্রাম ও র‍্যাফেল ড্র-এর আয়োজনও ছিল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাবিস্থ বাগেরহাট স্টুডেন্টস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. হাসিবুর রহমান সাকিব। এছাড়াও বাগেরহাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নবীনবরণের অপেক্ষায় থাকা প্রথম বর্ষের শিক্ষার্থীসহ অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ