বিতর্কের মাধ্যমে বুদ্ধিমত্তার বিকাশ হচ্ছে: ঢাবি উপাচার্য

১৯ জানুয়ারি ২০২৫, ০৬:২১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান © টিডিসি ফটো

বিতর্ক প্রতিযোগিতাকে মেধা বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটছে। যুক্তি-তর্ক মানুষের মস্তিষ্ককে কাজে লাগানোর গুরুত্বপূর্ণ অনুশীলন।  

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অনুষ্ঠিত ৬ষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

অধ্যাপক নিয়াজ আহমেদ খান আরও বলেন, বিতর্ক আমাদের যুক্তি প্রদানের পাশাপাশি অন্যের মতামত গ্রহণ করার মতো মূল্যবোধ তৈরি করে। শিক্ষার্থীদের এ ধরনের চর্চায় উৎসাহিত করতে আমি সবসময় পছন্দ করি। 

রোকেয়া বিতর্ক অঙ্গনের মডারেটর দীপা সরকার বলেন, মডারেটর হিসেবে এ ধরণের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার ভালো লাগছে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও বিতর্কের মাধ্যমে একটি সুন্দর মেধাভিত্তিক শিক্ষার্থীসমাজ গড়ে তোলার আশাবাদ ব্যক্তও করেন তিনি।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, যুক্তি দিয়ে আমরা যদি সমাজে ভালো কিছু করতে পারি, সেটাই হবে আমাদের কাম্য। যুক্তির পাশাপাশি অন্যের মতামত গ্রহণ করার মানসিকতা তৈরি করাও অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও স্কলারশিপ প্রদানে স্পনসর কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেন।  

অনুষ্ঠানে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, যুক্তি দিয়ে যদি আমরা ভালো কিছু করতে পারি সেটাই হবে আমাদের কাম্য। আমাদের শুধু যুক্তি দিলেই হবে না অন্যদের মতামত ও যুক্তি গ্রহণের মত মূল্যবোধও আমাদের তৈরি করতে হবে।এসময় তিনি সকল বিতার্কিক দলকে অভিনন্দন জানান। এছাড়াও শিক্ষার্থীদের মেধার বিকাশের নিমিত্তে বিভিন্ন স্পনসর কোম্পানি মালিকদেরকে তিনি বৃত্তি এবং স্কলারশিপ দেওয়ার অনুরোধ জানান।

আলোচনায় শেষে  রোকেয়া বিতর্ক অঙ্গনের পক্ষ পদ্মরাগ নামক একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। 

১৭ ও ১৮ জানুয়ারি ২ দিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি টিম অংশ নেয়।বিতর্কের মূল বিষয় ছিল— এই সংসদ মনে করে, আধুনিক প্রগতিশীল নারী সমাজ বেগম রোকেয়াকে ধারণা করতে ব্যর্থ হয়েছে। বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে পল্লীকবি জসিমউদদীন হল ডিবেটিং ক্লাব এবং রানার আপ হয়েছে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব। 

বিতর্কের ফাইনালে 'ডিবেটর অব দ্য ফাইনাল' হন রাগীব আনজুম, এবং টুর্নামেন্টের সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন মাইন আল মোবাশ্বের।

ট্যাগ: ঢাবি
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9