প্রশাসনিক ভবনের তালা ভাঙার চেষ্টা রাবি প্রো-ভিসির, বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

রাবিতে প্রশাসন ভবনে লাগানো তালা ভাঙার চেষ্টা করেন প্রো-ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন খান
রাবিতে প্রশাসন ভবনে লাগানো তালা ভাঙার চেষ্টা করেন প্রো-ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন খান  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আলোচনার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এসময় দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা আলোচনা বসবেন না বলে জানালে তিনি রাগান্বিত হয়ে শাবল দিয়ে প্রশাসন ভবনে লাগানো তালা ভাঙার চেষ্টা করেন। 

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থী এবং অবরুদ্ধ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ভবনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

অশান্ত ও অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দিয়েছেন। অপরদিকে পোষ্য কোটা পূর্বের ন্যায় ৫ শতাংশে পুনর্বহাল না করলে আগামী ৮ জানুয়ারি কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার শিক্ষার্থীদের পক্ষে শাটডাউনের ঘোষণা দেন। একইদিন সকাল সাড়ে ১১টায় অফিসার্স সমিতি নিজ কার্যালয়ে এক সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমিতিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন।


সর্বশেষ সংবাদ