সাভারে নারী পোশাকশ্রমিক হত্যায় জড়িতদের বিচার দাবি জাবি শিবিরের

১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাকশ্রমিকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির৷ 

বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন সংগঠটির নেতারা।

বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে সাভারের বিরুলিয়ায় এক নারী পোশাকশ্রমিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এমন নৃশংস হত্যাকাণ্ড কখনোই কাম্য নয়। এ ঘটনার মাধ্যমে শ্রমিক জনতার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ড দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকতাও জানান দিচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি করছি।’

আরও পড়ুন: জাকসু সচলসহ ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি চায় জাবি ছাত্রশিবির

এতে আরও বলা হয়, ‘পোশাকশিল্প আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। পোশাকশ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা, উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পোশাকশ্রমিকসহ রাষ্ট্রের সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ১১ নভেম্বর দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে শান্তনা (৩৫) নামের ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬