ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭টি ভাষা কোর্সে ভর্তি

০২ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১৫০ ঘণ্টার ১ বছর মেয়াদি প্রি-ইন্টারমেডিয়েট সার্টিফিকেট কোর্সে ভর্তিতে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি এ লক্ষ্যে গত ১ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে বা সরাসরি ভর্তির আবেদন করতে পারবেন।

যেসব কোর্সে ভর্তি
এ কোর্সের আওতায় আরবি, চীনা, ফরাসি, হিন্দি, জাপানিজ, কোরিয়ান ও ফার্সি ভাষায় ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

আবেদনের যোগ্যতা
আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে যেসব প্রার্থী ১ বছর মেয়াদি অ্যালিমেন্টারি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন, শুধু তারাই প্রি-ইন্টারমেডিয়েট সার্টিফিকেট কোর্সে ভর্তিতে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন যেভাবে
আধুনিক ভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে থাকা অনলাইন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

সরাসরি আবেদন যেভাবে
সরাসরি আবেদন করতে চাইলে প্রার্থীদের জনতা ব্যাংক টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) শাখা থেকে নগদ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: খুবির নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন ফি

*ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন ফি ৫০০ টাকা;
*ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের আবেদন ফি ০০ টাকা দিতে হবে;

দরকারি কাগজপত্র
*ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষকযুক্ত আবেদনপত্র;
*ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীদের আপলোড করা আবেদনপত্র;
*এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসের সনদের সত্যায়িত কপি;
*সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি;

আরও পড়ুন: চবির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন আহবান

আবেদনপত্র জমা যেখানে

আধুনিক ভাষা ইনস্টিটিউট, কক্ষ নম্বর ১২৪-এ অফিস চলাকালীন সময়ে দরকারি সব কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে। 

আবেদনের শেষ তারিখ
আগামী ১৭ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬