রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও অন্যান্য ভাষা কোর্সে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজ-এ ২০২৩-২০২৪ (জুলাই-ডিসেম্বর) শিক্ষাবর্ষে ৬ মাস মেয়াদী ভাষা কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

যেসব কোর্সে আবেদন করা যাবে

*সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ (লেভেল-১, লেভেল-২);

*সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ (লেভেল-১, লেভেল-২);

*সার্টিফিকেট কোর্স ইন জার্মান (লেভেল-১, লেভেল-২);

*সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ;

*সার্টিফিকেট কোর্স ইন চাইনিজ;

*সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান;

*ইংলিশ ফর নার্সেস;

আরও পড়ুন: মেরিন ক্যাডেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানতে হবে সাঁতার

আবেদনের যোগ্যতা 

*এইচ এস সি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে;

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

ভর্তির স্থান

ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৩৩ নম্বর রুমে  (দ্বিতীয় তলায়) ভর্তির আবেদন ফরম তুলতে ও জমা দিতে পারবেন।

প্রসঙ্গত, শুক্রবার ও শনিবার ইনস্টিটিউট খোলা থাকে। আগ্রহী কোনো প্রার্থী যোগাযোগ করতে চাইলে 01811-320894 নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ