ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করে শহীদ মিনারে জড়ো আন্দোলনকারীরা

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা তিনটার পর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় মিছিলটি।

পরে হাইকোর্টের মোড়, কার্জন হলের সামনে থেকে টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। এসময় বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৪টার দিকে তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে। এতে বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

বিস্তারিত আসছে...


সর্বশেষ সংবাদ