‘আমরা ঢাবি ক্যাম্পাস ছাড়বো না, প্রয়োজনে লাশ বের হবে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হওয়া কোটা সংস্কার আন্দোলনকারীরা কফিন মিছিল নিয়ে টিএসসির যাওয়ার সময় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পরে সেখানে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের ওপর হামলা করে ক্যাম্পাস ছাড়া করা যাবে না। আমরা ক্যাম্পাসেই থাকবো, প্রয়োজনে ক্যাম্পাস থেকে আমাদের লাশ বের হবে।
বিস্তারিত আসছে...