চা দিবসে ঢাবিতে ‘টি ফর হারমনি ইয়াজি কালচারাল সেলুন’

চা দিবস উপলক্ষে ঢাবিতে আয়োজন ‘টি ফর হারমনি ইয়াজি কালচারাল সেলুন’ অনুষ্ঠান
চা দিবস উপলক্ষে ঢাবিতে আয়োজন ‘টি ফর হারমনি ইয়াজি কালচারাল সেলুন’ অনুষ্ঠান  © সংগৃহীত

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) ‘টি ফর হারমনি ইয়াজি কালচারাল সেলুন ২০২৪’ শীর্ষক এ আয়োজন করা হয়।

আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল), ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীনা ইন্টারন্যাশনাল কালচার অ্যাসোসিয়েশন যৌথভাবে এ আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এতে প্রধান অতিথি ছিলেন।

আরো পড়ুন: শেকৃবিতে বিশ্ব মৌমাছি দিবস-২০২৪ উদ্‌যাপন   

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় আইএমএল’র পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমান এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুইসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ