জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

মিছিল
মিছিল  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিতে নতুন করে শিক্ষার্থী কল্যাণ ফি (এককালীন) ৬ হাজার টাকাসহ মোট ১৪ হাজার ১৮৯ টাকা ভর্তি ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করে এই ফি বাতিলসহ তিন দফা দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‌‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’। বুধবার (২০ মার্চ) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি মিছিল বের করেন আন্দোলকারীরা।

সমাবেশে বক্তারা বিভাগগুলোর প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া ও শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল, মাস্টারপ্ল্যান প্রণয়ন ও অটোমেশন পদ্ধতি চালু এবং অপ্রয়োজনীয় ২৭০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত পাঠানোর দাবি জানান। সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবি শাখার সংগঠক সোমা ডুমরির সঞ্চালনায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 

ছাত্র ইউনিয়নের জাবি সংসদের (একাংশ) সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এখন নতুন মোড়কে ফি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এই মোটা অঙ্কের ফি নিম্নবিত্ত ও মেহনতি মানুষের বহন করা কষ্টসাধ্য। আমরা মনে করি, প্রশাসনের অতিরিক্ত ফি আদায় দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা যার মাধ্যমে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে।’ 

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সজিব আহম্মেদ জেনিচ বলেন, ‘নামে-বেনামে ফি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে ভর্তিতে অতিরিক্ত ৬ হাজার টাকা নেওয়ার ফলে ১৪ হাজার টাকার বেশি ভর্তি ফি দাঁড়িয়েছে। এর মূল কারণ বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো বিভাগ উন্নয়ন ফি পায় না। সেজন্য তারা এই উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছে। আবার স্বাস্থ্যবীমার জন্যও আলাদা ফি নিচ্ছে। কিন্তু একজন শিক্ষার্থী আদৌ স্বাস্থ্যবীমা করবে কি করবে না সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু প্রশাসন কীভাবে জোরপূর্বক ফি চাপিয়ে দেয়?’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক ফারিয়া জামান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসফার সাদী এবং সমাপনী বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence