ঢাবির পদার্থবিজ্ঞানে মাস্টার্সে ভর্তির সুযোগ ১৮ বিভাগের শিক্ষার্থীদের

১৭ জানুয়ারি ২০২৪, ০৯:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
পদার্থবিজ্ঞান বিভাগ

পদার্থবিজ্ঞান বিভাগ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ বিভাগের শিক্ষার্থীরা ভর্তি আবেদনের সুযোগ পাবেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য সকল পাবলিক অথবা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউসিসি) কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে নিম্নলিখিত বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি বি.এস. (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাস্টার্স প্রোগ্রামে শূন্য আসনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশ থাকবে এবং মোট নম্বর হবে ১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের বি.এস. (সম্মান) শ্রেণির সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক স্নাতক-পূর্ব শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে এবং বি.এস. (সম্মান) পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে। এছাড়াও বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

420172289_10225298127308205_6728599562874211348_n

আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিভাগীয় অফিসে যোগাযোগ করতে হবে। এরপর ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রবেশপত্র বিভাগীয় অফিস থেকে সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টায় পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যে ১৮ বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
পদার্থবিজ্ঞান, জৈব চিকিৎসা প্রকৌশল, ফলিত পদার্থবিজ্ঞান, আবহাওয়াবিদ্যা, গণিত, রোবোটিক্স ও মেকাট্রনিক্স প্রকৌশল, ম্যাটেরিয়াল এন্ড ম্যাটালার্জিক্যাল প্রকৌশল, ফলিত গণিত, নিউক্লিয়ার প্রকৌশল, রসায়ন, ফলিত রসায়ন, যন্ত্র প্রকৌশল, কেমিকেল ইঞ্জিনিয়ারিং, পুরকৌশল প্রকৌশল, ম্যাটেরিয়ালস সায়েন্স, তথ্য প্রযুক্তি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই)।

১২ ফেব্রুয়ারির আগে মাদ্রাসায় ছাত্রসংসদসহ সব নির্বাচন বন্ধের…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের ন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লক্ষ টাকা দাবি, ৩ জন আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে ৯ বিভাগে, আবেদন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে র‌্যাবের ওপর গুলিবর্ষণ, এক কর্মকর্তা নিহত, গুরুত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শিক্ষক-কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9