ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ AM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে। সে সভায় ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। তবে আসন সংখ্যা বা কবে ভর্তি পরীক্ষা হবে, সেসব বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। জানুয়ারি মাসের সভায় সবকিছু ঠিক করা হতে পারে। ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছসহ অন্যান্য ভর্তি পরীক্ষা বিবেচনায় নিয়ে সাত কলেজের সিদ্ধান্ত আসবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাত কলেজের বিষয়ে জানুয়ারির ১১, ১২ কিংবা ১৫ তারিখের দিকে একটি সভা হতে পারে। সে সময়ে সবকিছু চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইনের মাধ্যমে আবেদন গত ১৮ ডিসেম্বর শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে। ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে।
আরো পড়ুন: ভর্তি আবেদন চলছে দুই বিশ্ববিদ্যালয়ের, অন্যগুলোর কবে—জেনে নিন
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার), বিজ্ঞান ইউনিট ১ মার্চ (শুক্রবার), ব্যবসায় শিক্ষা ইউনিট ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ও চারুকলা ইউনিট (সাধারন জ্ঞান ও অংকন) ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা হবে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।
গত বছর সরকারি সাত কলেজে আসন ছিল ২১ হাজর ৫১৩টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোয় ছয় হাজার ৫০০, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোয় ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞানের বিভাগে আসন ছিল ৯ হাজার ৭০৩টি। এবারও একই সংখ্যক আসন থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসন শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসন ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে।