ঢাবিতে ভর্তি আবেদনের হার তুলনামূলক কম, সর্বোচ্চ বিজ্ঞানে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন চলছে। ইতিমধ্যে পাঁচদিনে ৮১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তবে গতবারের চেয়ে এবার তুলনামূলক কম আবেদন পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১৮ ডিসেম্বর দুপুরে থেকে আবেদন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টা পর্যন্ত আবেদন জমা হয়েছে ৮১ হাজার ২৭৭টি। এর মধ্যে সর্বোচ্চ বিজ্ঞানে ৪০ হাজার ২৭৫টি আবেদন পড়েছে।

এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৯ হাজার ৬০৪, ব্যবসায় শিক্ষা ইউনিটে ৯ হাজার ৯৪৩ এবং চারুকলায় এক হাজার ৪৫৩টি আবেদন জমা হয়েছে। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেন।

আরো পড়ুন: সিজিপিএ ৩ থাকলেই ঢাবিতে মাস্টার্সের সুযোগ, আবেদন শেষ ৪ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার আবেদনের হার তুলনামূলক কম মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত কী হবে বলা যাচ্ছে না। জিপিএ-৫ কম পাওয়ায় আবেদন এবার কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জিপিএ-৫ না পেলেও শর্ত পূরণ করা অনেকে আবেদন করবেন।


সর্বশেষ সংবাদ