ছাত্র ইউনিয়ন কর্মী সন্দেহে ঢাবিতে শিক্ষার্থীকে মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীর দাবি, এসময় তার মুঠোফোন থেকে ব্যক্তিগত তথ্য ও ঠিকানা নিয়ে গেছেন অজ্ঞাতপরিচয় একদল যুবক। তবে ভুক্তভোগী ওই শিক্ষার্থী হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মধ্যবর্তী একটি সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত। নাম প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে না থেকে বাইরে ভাড়া বাসায় থাকেন। 

লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বাসায় ফিরছিলেন। পথে শহীদ মিনারসংলগ্ন আবাসিক এলাকার ফুটপাতে ছয় থেকে সাতজনের একটি দল তাকে জিজ্ঞাসা করে, তিনি ছাত্র ইউনিয়ন করেন কি না। বারবার একই প্রশ্ন করা হলেও তিনি জানান যে তিনি কোনো রাজনৈতিক দলে জড়িত নন।

আরও পড়ুন: খুঁজে খুঁজে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের পেটাচ্ছে ছাত্রলীগ

‘‘একপর্যায়ে তারা মুঠোফোন চেক করতে চায় এবং মেসেঞ্জার (ফেসবুক) চ্যাটবক্স দেখাতে বলে। ব্যক্তিগত তথ্য বলে দেখাতে না চাইলে তারা মারধর করে। মাথা ও মুখে হাত দিয়ে আঘাত করতে ধাকায় মেসেঞ্জারের চ্যাটবক্স দেখাতে বাধ্য হই।’’

এর আগে, টিএসসির রাজু ভাস্কর্যে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি বসানো ও সরানো নিয়ে কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। ছাত্রলীগ দুই দফায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের পিটিয়েছে।

প্রক্টর বরাবর দেওয়া অভিযোগে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, তার ব্যাগেও তল্লাশি চালানো হয়। পরে ব্যাগে কয়েকটা কাগজের গোল্লা ঢুকিয়ে দিয়ে বলে, তিনি কেন গাঁজা নিয়ে ঘুরছেন। এ অবস্থায় তারা কান ধরিয়ে ছবি তোলে এবং গাঁজার ছবি তোলে। বাসার ঠিকানা নেয়, ব্যক্তিগত বিভিন্ন তথ্য নেয়। ছবি ও ব্যক্তি তথ্য অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence