জাপানের সুমিতমো বৃত্তির জন্য ঢাবির দরখাস্ত আহবান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ PM
জাপানের সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেবে। এ জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নিয়মিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের চতুর্থ বিষয় বাদে এসএসসিতে ৪.৮০ এবং এইচএসসিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে।
আরো পড়ুন: দর্শনার্থী ও কোলাহলে জাবিতে কমছে অতিথি পাখির আগমন
আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের ২০৮(ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ আগামী ১৫ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২০৮/ক) জমা দিতে হবে।
এতে জানানো হয়েছে, সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এ বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।