কলকাতায় আন্তর্জাতিক রানিং ইভেন্টে ঢাবি শিক্ষার্থী সীমান্ত

শাহরিয়ার নাজিম সীমান্ত
শাহরিয়ার নাজিম সীমান্ত  © সংগৃহীত

কোলকাতায় ইন্টারন্যাশনাল রানিং ইভেন্টে অংশগ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নাজিম সীমান্ত। আজ রবিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে  টাটা স্টিল কলকাতা ২৫কে ইভেন্ট। প্রত্যেক প্রতিযোগীকে ২৫ কিলোমিটার দৌড়াতে হবে। এ ইভেন্টটি এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক ম্যারাথন ইভেন্টগুলোর মধ্যে একটি। এ বছর ৮ম সংস্করণে প্রায় ১৭০০০ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করছেন। ২৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৪.৫ কিলোমিটার আনন্দ রান, ২.৩ কিলোমিটার সিলভার রান ও ২.৩ কিলোমিটার চ্যাম্পিয়ন্স উইথ ডিজেব্যালিটিসহ মোট পাঁচ ক্যাটাগরি আয়োজন থাকছে। 

ইভেন্ট সূত্রে জানা গেছে, ২৫ কিলোমিটার ক্যাটাগরির প্রতিযোগীরা রেড রোড থেকে দৌড় শুরু করে হেস্টিংস জাংশন, ইডেন গার্ডেন, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, ন্যাশনাল লাইব্রেরি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে রেড রোডে এসে দৌড় শেষ করবে। দৌড়াতে দৌড়াতে দৌড়বিদেরা ঐতিহ্যবাহী শহরটির বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। স্থানীয় সময় ভোর ঠিক ৬:২৫ টায় ইভেন্টটি শুরু হবে। এতে দেশি-বিদেশি অসংখ্য পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশগ্রহণ করবেন।

শাহরিয়ার নাজিম সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। দীর্ঘদিন রানিং এ যুক্ত থাকলেও প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে অংশ নিচ্ছেন। একজন অ্যাথলেট হিসেবে দেশীয় ইভেন্টগুলোতে দশ কিলোমিটার, হাফ ম্যারাথন (২১.০৯৭ কি.মি.)সহ বিভিন্ন ইভেন্ট সম্পন্ন করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল (ঢাকা ম্যারাথন) হাফ ম্যারাথন, DURC 10K, UCR হাফ ম্যারাথন, চেজ কাপ্তাই হাফ ম্যারাথনসহ বিভিন্ন ইভেন্ট কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

সীমান্ত নিয়মিত ম্যারাথনের মাধ্যমে তরুণদের নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন, অ্যাথলেটিকস সহ বিভিন্ন ধরনের খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে থাকতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সাহায্য করে। একইসঙ্গে মানসিক-শারীরিক শক্তিমত্তা বৃদ্ধি করে। এছাড়া এরকম আন্তর্জাতিক ইভেন্টে নিজের বিশ্ববিদ্যালয় ও দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সৌভাগ্যের বিষয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence