ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইট আংশিক চালু, সব তথ্য যখন মিলবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ AM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে। আবেদন প্রক্রিয়া ও এ সংক্রান্ত বিভিন্ন তথ্য শিক্ষার্থীরা এডমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের (https://www.admission.eis.du.ac.bd) মাধ্যমে জানতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে। তবে ভর্তিবিষয়ক সব তথ্য পেতে আরও অপেক্ষা করতে হবে ভর্তিচ্ছুদের। কর্তৃপক্ষ জানিয়েছে, সব অনুষদ থেকে ভর্তির শর্তাবলিসহ অন্যান্য তথ্য এখনো দেওয়া হয়নি। ফলে এ তথ্য ওয়েবসাইটে পেতে আরও সময় লাগবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওয়েবসাইট আজ থেকেই দেখা যাচ্ছে। তারিখসহ কিছু তথ্য দেওয়া আছে। তবে শর্তসহ অন্য তথ্য অনুষদ থেকে আসেনি। আশা করছি, আগামী রোববারের মধ্যে সব তথ্য দেওয়া সম্ভব হবে।
আরো পড়ুন: ৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আটকে যে কারণে
ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে অনুয়ায়ী, অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায় শুরু হবে। আগামী ৫ জানুয়ারি (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
চারটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ‘ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট। আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ঘন্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।