মেট্রোরেলে ঢাবি থেকে বিভিন্ন স্টেশনে যেতে যত ভাড়া
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ PM
আগামী ১৩ ডিসেম্বর চালু হচ্ছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের আরও দুটি স্টেশন। এই স্টেশন দুটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রো স্টেশন। এই নিয়ে এই পথে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলের পর আরও দুটি মিলিয়ে মোট পাঁচটি স্টেশন চালু থাকবে।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি চালু হলে স্বস্থি ফিরবে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের একটি স্টেশন স্থাপন করায় এবং এর চালুর খবরে নাচে-গানে, মূকাভিনয়, আর্ট ক্যাম্পসহ নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা—
১. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ—২০ টাকা
২. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাওরান বাজার—২০ টাকা
৩. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মগেট—২০ টাকা
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়—২০ টাকা
৫. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মতিঝিল—২০ টাকা
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমলাপুর—২০ টাকা
৭. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজয় সরণী—৩০ টাকা
৮. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগারগাঁও—৩০ টাকা
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেওড়াপাড়া—৪০ টাকা
১০. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাজীপাড়া—৫০ টাকা
১১. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর ১০—৫০ টাকা
১২. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর ১১—৬০ টাকা
১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পল্লবী—৬০ টাকা
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা (দক্ষিণ)—৭০ টাকা
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা (মধ্য)—৮০ টাকা
১৬. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা (উত্তর)—৯০টাকা
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।
অগামী ১৩ ডিসেম্বর স্টেশন দুটি চালু হলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পাঁচটি স্টেশন চালু হচ্ছে। এই অংশে আছে সব মিলিয়ে সাতটি স্টেশন। এখন মতিঝিল, সচিবালয় ও ফার্মগেট স্টেশন চালু আছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনই চালু রয়েছে।