রাবি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ AM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় নিজ বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
মৃত রাজন কুমার (৪৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইপার পদের কর্মচারী ছিলেন। তিনি নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় থাকতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের একজন সুইপার মারা গেছেন বলে আমি পুলিশের কাছ থেকে শুনেছি। কিন্তু তিনি সুইসাইড করেছে নাকি অন্য কোনোভাবে মারা গেছেন তা নিশ্চিত করে জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছেন।
রাজন কুমারের পরিবারের দাবি, দাদন কারবারি ও এনজিও’র ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছে। এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, পরিবারের লোকজন মৃত রাজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে। এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন নাকি অন্যভাবে মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।