মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ঢাবিতে মানববন্ধন

মেট্রোরেলে হাফ ভাড়ার দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা
মেট্রোরেলে হাফ ভাড়ার দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা  © সংগৃহীত

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ (অর্ধেক) ভাড়া নিশ্চিত করাসহ তিনদফা দাবি জানিয়েছে ছাত্রপক্ষ নামে একটি সংগঠন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন সংলগ্ন অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সংগঠনটির দাবির মধ্যে আরও রয়েছে মেট্রোরেলে শিক্ষার্থীদের স্টুডেন্ট পাস দেওয়া এবং অতিরিক্ত ভাড়া কমিয়ে তা পুনর্নির্ধারণ করা। 

ছাত্রপক্ষের মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি দীর্ঘদিনের। তবে আজও পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের এ দাবি মেনে নেওয়া হয়নি। তারা অতিদ্রুত মেট্রোরেলে হাফ ভাড়া নিশ্চিত করার দাবি জানান।

এ সময় কর্মসূচিতে ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, সহকারী সদস্য সচিব হাসিবুর রহমান খান ও নুসরাত রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকিব হাসান, সদস্য তানজিনা জুই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদ হাসান, খালিদ সাইফুল্লাহ জিহাদ, জুবায়ের হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ