সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করতে ঢাবির হলে হলে চলছে প্রচারণা

৩১ আগস্ট ২০২৩, ০১:০৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ছাত্র সমাবেশ সফল করতে প্রচারণায় ঢাবি হল ইউনিটের নেতাকর্মীরা

ছাত্র সমাবেশ সফল করতে প্রচারণায় ঢাবি হল ইউনিটের নেতাকর্মীরা © টিডিসি ফটো

আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করতে প্রচার প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিটি হল ইউনিটের নেতাকর্মীরা। 

গতকাল বুধবার (৩০ আগস্ট)  রাতে ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র সমাবেশ উপলক্ষ্যে প্রচারণা ও আনন্দ মিছিল করা হয়েছে। এতে হলের সকল পদ প্রত্যাশী নেতৃবৃন্দসহ হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

হলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের হল কমিটির পদপ্রার্থী আসাদুজ্জামান ফরিদ বলেন, যুগে যুগে ইতিহাসের পাতায় স্বাক্ষর রেখে গিয়েছে ছাত্রলীগ। ১৯৫২এর ভাষা আন্দোলন, ৬৬তে ৬দফা, ১৯৬৯-এর গন-অভ্যুত্থান এবং ১৯৭১সালের স্বাধীনতা যুদ্ধে। এই ছাত্রলীগ সময়ের সাহসী সংগঠন। বাংলাদেশের যা কিছু মহান অর্জন তার গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। যুগের ইতিহাসে এবং ইতিহাস পুজার দ্বারপ্রান্তে ১লা সেপ্টেম্বর। দেশনেত্রীকে আবার জয়যুক্ত করতে দেখিয়ে দিবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের নেতাকর্মীরা।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের অপর পদপ্রত্যাশী যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ১ সেপ্টেম্বরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র সমাবেশকে কেন্দ্র করে হলের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। সকলেই সেই শুভক্ষণের প্রতিক্ষায় প্রহর গুনছে। জহুরুল হক হলের নেতৃবৃন্দ সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে দেশনেত্রীর পক্ষে স্লোগান দিয়ে নিজেদের উপস্থিতি জানান দিতে চাই। এবং এই সমাবেশ থেকে দেশ বিরোধী অপশক্তিকে জানাতে চাই একজন ছাত্রলীগের কর্মী বেঁচে থাকতে দেশে কোন নাশকতা করতে দেওয়া হবে না এবং করতে চাইলে সেটা শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সর্ববৃহৎ এই ছাত্র সমাবশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অন্তত ৫ লক্ষাধিক নেতাকর্মীর আগমন ঘটবে বলে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।  

ইতোমধ্যে সমাবেশ সফল করতে বর্ধিত সভা ও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ১০ আগস্ট কেন্দ্রীয় নির্বাহী সংসদের ‘প্রস্তুতি সভা’ অনুষ্ঠিত হয় এবং ১৮ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বিশেষ বর্ধিত সভা', যেখানে সারা দেশের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত হন। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে ২৯৮ সদস্য বিশিষ্ট ১৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠিত হয়েছে। গত রবিবার সমাবেশ সফল করতে স্ব স্ব ইউনিটকে বিভিন্ন নির্দেশনাও দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
  • ১৯ জানুয়ারি ২০২৬
হজযাত্রীদের টিকা দেওয়া হবে যে ৮০ কেন্দ্র থেকে
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা নি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9