রাবি শাখা ছাত্রদলের সদস্য ইমনের অব্যাহতি প্রত্যাহার

০৩ জুলাই ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
তাকবীর আহমেদ ইমন

তাকবীর আহমেদ ইমন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সদস্য তাকবীর আহমেদ ইমনকে দল থেকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত ২৭ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য তাকবীর আহমেদ ইমনের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

রাবি শাখা ছাত্রদলের সদস্য (দফতর) নাফিউল ইসলাম জীবন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত বছরের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। ঘটনার সত্যতাও পাই কেন্দ্রীয় ছাত্রদল। তবে ২৬ জুন তার অব্যাহতি প্রত্যাহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

জানা যায়, গত বছরের মে মাসে নিজের বয়সের চেয়ে বড় এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে কথিত বড় ভাইয়ের বাসায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠে রাবি ছাত্রদলের সদস্য ইমনের বিরুদ্ধে।

এ ঘটনার পরিপ্রেক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সিদ্ধান্ত এবং ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত শিক্ষার্থী তাকবীর আহমেদ ইমনকে রাবি ছাত্রদলের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬