২৭ হাজার শিক্ষার্থীর ‘ক্যারিয়ার’ নিয়ে চিন্তিত চবি ভিসি

১৯ জুন ২০২৩, ০৯:৫৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর ক্যারিয়ার নিয়ে চিন্তিত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার। শিক্ষার্থীদের কর্মজীবনে দক্ষতা উন্নয়ন, ক্ষমতায়ন এবং ক্যারিয়ার সচেতনতা নিশ্চিত করার লক্ষ্যে নিবেদিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি) এর 'বার্ষিক সাধারণ সভা ও নবীনবরণ ২০২৩' অনুষ্ঠানে তিনি এই ভাবনার কথা জানান। আজ সোমবার (১৯ জুন) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপাচার্য বলেন, আমার যে ২৭ হাজার শিক্ষার্থী ভর্তি যুদ্ধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে, তাদের ক্যারিয়ার নিয়ে আমি ভাবি। আমি ভাবি, তারা এখান থেকে বের হয়ে কোথায় যাবে, কী করবে। আমার সে ভাবনাকে মুক্তি দিতে তাদের নিজেদরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, পৃথিবী এখন হাতের মুঠোয়। আপনাদের আগ্রহ, শখ এবং স্বপ্নকে বাস্তবায়নের সর্বোচ্চ সুযোগ রয়েছে। আমরা চাইব, বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর যেসকল আয়োজন হয়, ক্যারিয়ার ক্লাবও সেখানে থাকবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করবে। তাছাড়া, যে ক্যারিয়ারেও যাও না কেন প্রত্যেককে মানুষের মতো মানুষ হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থপনা পরিচালক মো. মিজানুর রহমান মজুমদার এবং চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) সুদীপ্ত সরকার পিপিএম।

তাওহীদা মাহমুদ ও অর্পন চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় এ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন চবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. মোস্তাক আল মুজাহিদ জিনিয়াস এবং স্বাগত বক্তব্য রাখেন চবি ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন তুষার। 

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী এস. এম. শাহরিয়ার আলম ও  ইমরান পাভেলের হাত ধরে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি)। 

প্রতিষ্ঠাকাল থেকেই চবি শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ক সচেতনতা, বিবিধ কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি, ইভেন্ট, বছরব্যাপি মেন্টরশিপ প্রোগ্রাম, জব ফেয়ার, ইন্টার্নশীপ প্রোগ্রাম, শিল্প প্রতিষ্ঠানে স্বশরীরে গমন ও শিক্ষণ, নিয়োগ কার্যক্রমে শিক্ষার্থী ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও ও বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাদার ব্যাক্তিদের সাথে সরাসরি সেতু বন্ধন তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিপিএলে দেখা যেতে পারে কেইন উইলিয়ামসনকে
  • ১৮ জানুয়ারি ২০২৬
রুমিন ফারহানাকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ল বাস, নিহত ৬
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোট দিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
টুঙ্গিপাড়ায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সম্মানে এক আসনে প্রার্থী দেবে না জামায়াত জ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9