উপাচার্যের আশ্বাসে কাজে ফিরেছেন জাবির কর্মচারীরা

১৪ দফা দাবি নিয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা
১৪ দফা দাবি নিয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের আশ্বাসে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। রবিবার (১১ জুন) বিকেলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট স্থগিত করে কাজে যোগদান করেন তারা।

এর আগে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের আলোচনা হয়। আলোচনায় উপাচার্য আগামী ঈদুল আযহার পরে প্রথম সিন্ডিকেট সভায় দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।  

কর্মসূচি স্থগিতের বিষয়ে কর্মচারী ইউনিয়নের সভাপতি বিপ্লব খান টিপু জানান, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কর্মচারী ইউনিয়ন ও সমিতির আলোচনা হয়। আলোচনায় উপাচার্য ঈদের পরে প্রথম সিন্ডিকেট সভায় আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি।  

এর আগে ১৪ দফা দাবিতে গত বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ