রাবির ছাত্রী হলে চোর সন্দেহে তরুণী আটক
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৭:৩১ PM , আপডেট: ২৬ মে ২০২৩, ০৮:০৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের আবাসিক হল থেকে চোর সন্দেহে এক তরুণীকে আটক করেছেন ওই হলের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৬ মে) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে এ ঘটনা ঘটে।
আটক ওই তরুণীর নাম শ্রাবণী আক্তার (২০)। তিনি নাটোরের সিংড়া উপজেলার মমিনপুর গ্রামের ওসমান আলীর মেয়ে।
হল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ভুয়া পরিচয় দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে প্রবেশ করেন শ্রাবণী নামের ওই তরুণী। পরে তিনি হলের ভেতরে ঘুরে বিভিন্ন কক্ষে উঁকিঝুঁকি দিতে থাকেন। এতে ওই হলের আবাসিক ছাত্রীরা তাকে দেখে সন্দেহ করে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাধ্যক্ষকে খবর দেয়। প্রাধ্যক্ষ আসলে আটক শ্রাবণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এসময় তার কাছ থেকে বেশকিছু চাবি জব্দ করা হয়।
এ বিষয়ে বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া বলেন, আটক নারী হলের বিভিন্ন ফ্লোরে এলোমেলোভাবে ঘুরতে থাকে। মেয়েরা অপরিচিত দেখে সন্দেহ করে আটক করে আমাকে খবর দেয়। পরে হল কর্তৃপক্ষ তাকে পুলিশে দিয়েছে।
নগরীরর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আটক তরুণীকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সব জানা যাবে।