জাবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৭:২৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভগের সহকারী অধ্যাপক রওশনআরা আক্তার আঁখি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহামেদ।
অফিস আদেশে বলা হয়, ‘আগামী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।’
সদ্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়া রওশনআরা আক্তার আঁখি তার অনুভূতি ব্যক্ত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।